ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ তাকে শুভেচ্ছা জানান। পরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শনিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

এদিকে শুক্রবার (৩ নভেম্বর) উপাচার্য হিসেবে মেয়াদ শেষ করেন অধ্যাপক আখতারুজ্জামান। এদিন সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার (২ নভেম্বর) উপাচার্য হিসেবে তার শেষ কার্যদিবস ছিল। এদিন অ্যাকাডেমিক পরিষদের সভায় তাকে বিদায়ী শুভেচ্ছা সহকর্মীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।