নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কোচিং ব্যবসায়ীরা : শিক্ষামন্ত্রী

Image

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, এর সঙ্গে নোটগাইড ব্যবসায়ী ও কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষক জড়িত। বাণিজ্য বন্ধ হবে এমন আশঙ্কায় তারা ইচ্ছাকৃতভাবে এটা করছেন।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩ পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে ওই বিলের ওপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা নতুন শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন। শিক্ষাখাতে অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে বলেও অভিযোগ করেন তারা।

জবাবে দীপু মনি বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি রাখা হয়নি, বিষয়টি একেবারেই সত্য নয়। আগে ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষা হতো বরং এখন ধারাবাহিক মূল্যায়ন হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।