জিপিএ-৫ ও পাসের হারে পিছিয়ে ছেলেরা

Image

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। শুধু তাই নয়, পাসের হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েদের চেয়ে পিছিয়ে আছে ছেলেরা।

আজ শূক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল তুলে দেওয়ার পর এর সারসংক্ষেপ তুলে ধরার সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরো পড়ুন: কারিগরি বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৩৫

তিনি জানান, দেশের ১১ শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি ও সমমানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

শিক্ষামন্ত্রী জানান, ১১ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র।

অন্যদিকে ১১ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। পাসের হার ৮১ দশমিক ৮৮। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী।

সারসংক্ষেপ উপস্থাপনকালে শিক্ষামন্ত্রী আরও জানান, ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত শুধু এসএসসি পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৯৪। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং কারিগরি শিক্ষো বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।