বিভিন্ন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজগুলোর অধ্যক্ষদের কাছে এ তথ্য চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য চেয়ে অধ্যক্ষদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আরো পড়ুন: ইবি উপাচার্যের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে আগামী ২৫ জুনের মধ্যে ইমেইলে ([email protected]) তথ্য পাঠাতে বলা হয়েছে সরকারি কলেজগুলো অধ্যক্ষদের।
নির্ধারিত ছকে বিষয়, ওই বিষয়ে সহযোগী অধ্যাপকের সৃষ্ট পদের সংখ্যা, সহযোগী অধ্যাপক পদে কর্মরত শিক্ষকদের সংখ্যায় ও শূন্যপদের সংখ্যা লিপিবদ্ধ করে জানাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে।