সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরতরা।
শনিবার (১০ জুন) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এর আগে শনিবার দুপুর ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন ৩৫ প্রত্যাশীরা।
আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগ অবরোধ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করায় দিনভর ওই এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের কথা বিবেচনা করে সন্ধ্যার পর অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা। তবে আন্দোলনরত পুলিশের সেই অনুরোধ না শোনায় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ৪ থেকে ৫ জন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের ওপর অহেতুক লাঠিচার্জ করেছে। হামলায় আমাদের চার সহযোদ্ধা আহত হয়েছেন। এ ছাড়া আমাদের সংগঠনের আহবায়ক শরিফুল হাসান শুভ সহ ৮/৯ জনকে আটক করা হয়েছে।