মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, মে’তে শেষ আবেদন

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

ডেস্ক,২৯ এপ্রিল ২০২৩: স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার। ‘মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ (এমআইএস)’ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ মে।

শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, বিজ্ঞান এবং প্রকৌশল, কৃষি ও মৎস্য, অর্থনীতি ও ইসলামিক ফাইন্যান্স, বায়োসিকিউরিটি এবং ফুড সেফটি, ইউটিলিটি, পরিবেশ বিদ্যা, নার্সিং, মেডিসিন এবং ক্লিনিকাল ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারবেন।

এ স্কলারশিপের মাধ্যমে ইউনিভার্সিটি পেন্ডিডিকান সুলতান ইদ্রিস (ইউপিএসআই), ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি), ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া (ইউএসএম), ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারা, ইউনিভার্সিটি ইসলাম আন্তরাবাংসা মালয়েশিয়া, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনিকাল মালয়েশিয়া মেলাকা, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং, ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক, ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস, ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদীন, ইউনিভার্সিটি পেরতাহানান ন্যাশনাল মালয়েশিয়া, ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টান এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এ পড়াশোনা করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
• শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না।
• প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার ৫০০ রিংগিত প্রদান করা হবে।
• বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ।
• তবে ভ্রমণ খরচ এ স্কলারশিপের আওতাভূক্ত নয়।
যোগ্যতার মানদণ্ড
• স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সী হওয়া যাবে।
• পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৫ বছর বয়সী হওয়া যাবে।
• স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতকে সিজিপিএ ৩.৫ পেতে হবে।
• পিএইচডির জন্য আবেদনকারীদের স্নাতকোত্তরে অবশ্যই ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে।
• ইংরেজি দক্ষতা সনদ।
• মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ প্রদান করলেও হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://biasiswa.mohe.gov.my/INTER/login.php । বিস্তারিত জানতে পড়ুন https://biasiswa.mohe.gov.my/INTER/index.php#

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।