যাদের হলো এইচএসসির ফল পরিবর্তন

Image

ডেস্ক,১০ মার্চ ২০২৩: এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রেজাল্ট দেখতে ক্লিক করুন

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আরো পড়ুন: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১৪৫ পরীক্ষার্থী, ১৩৪ জনের নতুন জিপিএ-৫

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৬২ হাজার ৪২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮৭ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।