মাধ্যমিকে অনলাইনে ভর্তির সময় বাড়লো

মাধ্যমিক-শিক্ষা

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২-২০২৩ অর্থবছরে অনলাইনে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার দেশের সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন: সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড

অফিস আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অথবা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় বাড়ানো হলো।

আরো পড়ুন: বাতিল হলো তিন শিক্ষা কর্মকর্তার বদলি

আদেশে আরও জানানো হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে http:/www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তা দিয়ে থাকে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।