একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তি নিশ্চায়ন শেষ কাল

Image

ডেস্ক,০৭ জানুয়ারি ২০২৩:

একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন আগামী রোববার শেষ হবে। এদিন রাত ৮টার মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত কলেজে আগামী রোববার রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর আবেদন এবং পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। 

জানা গেছে, একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন। বিকাশের মাধ্যমে ৩২৮ টাকা ফি দিয়ে এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। প্রথম ধাপে আবেদন করেও যারা পছন্দের কলেজ পাননি তারা আরও দুই ধাপে আবেদন করার সুযোগ পাবেন। ৯ ও ১০ জানুয়ারি একদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি। 

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।