১৯২৯ জনকে নিয়োগের সুপারিশ করে ৪০তম বিসিএসের গেজেট

Image

নিজস্ব প্রতিবেদক,০২ নভেম্বর ২০২২: ৪০তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৯২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেটটি প্রকাশ করা হয়।
এর আগে মন্ত্রণালয় থেকে গেজেটটির কাগজপত্র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দপ্তরে পাঠানো হলে তিনি এতে স্বাক্ষর করেন। পরে মঙ্গলবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় আসার পর সেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২০ সালের জানুয়ারিতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে সে সময় করোনা মহামারি শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে। প্রায় এক বছর পর গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন।

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।