মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়েছে।
সকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এ সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।