সম্প্রতি মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমার ফলে খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠা। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের ভিড় না করতে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ভেতর শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য সব প্রবেশপথ উন্মুক্ত এবং যেসব প্রতিষ্ঠানে একটি প্রবেশপথ রয়েছে, সেসব প্রতিষ্ঠানে একাধিক প্রবেশপথের ব্যবস্থা করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের নিয়মিত তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রতিষ্ঠানের সব ভবন যথাযথভাবে পরিষ্কার রাখতে হবে। কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আইসোলেশন ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।