ঢাবি থেকে রাজিব দাস:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ১ অক্টোবর হবে ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর আমাদের কলা অনুষদের। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যদি কোনোরকম অবস্থার অবনতি না হয়।’
ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘আগের সিদ্ধান্তই বহাল আছে। এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই।’
এর আগে ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে সেটি পিছিয়ে ১ অক্টোবর করা হয়। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন অর্থাৎ ২ অক্টোবর কলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২২ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।