নিজস্ব প্রতিবেদক |
১১তম গ্রেডে বেতন ভাতা দেয়ার দাবি জানিয়েছেন সরকার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকরা। একই সাথে শিক্ষকদের দৈনিক ১০০ টাকা হারে টিফিন ভাতা ও যাতায়াত ভাতা দেয়ার দাবি জানিয়েছেন তারা। এ দাবিসহ মোট ১৩ দফা দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকরা। বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ ১৩ দফা দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি শাহিনূর আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে আছে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধাারণ করতে হবে। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দ্রুত বাস্তবায়নসহ পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় আয়ের ৬ শতাংশ বা মোট বাজেটের ২০ শতাংশ টাকা শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে আরও আছে, প্রতি তিন বছর পর পর শিক্ষকদের স্বয়ংক্রীয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা দিতে হবে। তারা আরও জানিয়েছেন, ২০১৮ খ্রিষ্টাব্দে শ্রাস্তি-বিনোদন ভাতা প্রাপ্ত শিক্ষকরা ২০২১ খ্রিষ্টাব্দের তিন বছর পূর্ণ হওয়া পরেও বিভিন্ন জটিলতার কারণে শ্রান্তি বিনোদন ভাতা পাননি।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে আরও আছে, প্রাথমিক শিক্ষকদের নন-ভ্যাকেশনাল ঘোষণা করে সরকারের অন্য ডিপার্টমেন্টের মত সুযোগ-সুবিধা দিতে হবে। প্রথম যোগদানের তারিখ ধরে জাতীয় পর্যায়ে একটা গ্রেডেশন করতে হবে। ১৩তম গ্রেড বাস্তবায়নে জটিলতা নিরসন করতে হবে।