সুপ্রিমকোর্টের রায়ে চাকরি পেলেন প্রাথমিক শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক,১১ ডিসেম্বর:

সুপ্রিমকোর্টের আপীল বিভাগে দায়ের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপীলের রায়ের প্রেক্ষিতে সহকারী শিক্ষক পদে মোছা. বিউটি বেগম কে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে।
তথ্য জানিয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেছেন উপসচিব নাজমা শেখ।

আদেশে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন, ১৯৭৪ এর ৩ (১) ধারার অধীনে প্রণীত “অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩’ এর বিধি ৪ এর উপবিধি (১) এ প্রদত্ত কর্তৃত্ববলে এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ৯ টি শর্তের প্রেক্ষিতে তাকে গাইবান্ধা সদরের সরকার তাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে অস্থায়ী নিয়োগ দেয়া হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।