ডিপিইর যে তথ্য জানতে সরকারের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,১১ ডিসেম্বর:

দেশের নিম্ন আদালত ও দুর্নীতি দমন কমিশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে আদেশ জারি করে।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামে কোনও ফৌজদারি মামলা, দুদকে এবং নিম্ন আদালতে চলমান আছে কিনা তা আগমী ১৭ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট মেইল এড্রেসে ছক অনুযায়ী পাঠানোর অনুরোধ রইলো।

ছক অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি জন্ম তারিখ, অবসর নেওয়ার তারিখ, কোনও ধরনের মামলা, মামলার নম্বর ও তারিখ উল্লেখ করতে বলা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।