লেজিসলেটিভ সচিব নরেন দাসের মৃত্যু

Image

ডেস্ক,২১ জুলাইঃ
সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব তরফদার মাহমুদুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আত্মীয়-স্বজনরা হাসপাতালের পথে রয়েছেন। তারা আসার পর তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সচিব নরেন দাস

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে নরেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ৭ জুলাই নমুনা পরীক্ষা করা হলে নরেন দাসের সঙ্গে তার স্ত্রীরও কোভিড-১৯ ‘পজিটিভ’ আসে।

মাহমুদুর জানান, নরেন দাসের স্ত্রী এখন সুস্থ্য হয়ে উঠছেন, তার দ্বিতীয় পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় তিনি প্রয়াত সচিবের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকও লেজিসলেটিভ সচিব নরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নরেন দাস ছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ছাত্র।

লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারও শোক জানিয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।