৭ জুন থেকে ফের অনলাইনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দেয়া যাবে

নিজস্ব প্রতিবেদক | ০৬ জুন, ২০২০
আগামীকাল রোববার (৭ জুন) সকাল ৯টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সফটওয়্যারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দেয়া যাবে। ৫ থেকে ৭ জুন সকাল ৯টা পর্যন্ত মানোন্নয়ন ও মেইনটেনেন্সের জন্য সফটওয়্যারটি বন্ধ থাকবে। তাই ৭ জুন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের অপেক্ষা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এসব বিষয় জানিয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়, রাজস্বখাতভুক্ত বৃত্তি (মেধা ও সাধারণ) সংক্রান্ত সফটওয়্যারের (Scholarship) মানোন্নয়ন ও মেইনটেনেন্সের জন্য ৫ জুন থেকে ৭ জুন সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। পূনরায় চালু হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য দেয়া যাবে। অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।