প্রাথমিক শিক্ষকদের প্রতি গণশিক্ষা সচিবের ‘আকুতি’

মোঃ আকরাম আল হোসেন,১৭ মার্চ:

বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি চল্লিশ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলিকে নিরাপদ রাখার জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সময় সকল শিক্ষকমন্ডলি এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাহিরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এস, এম, সির সভাপতি, সদস্যবৃন্দকে শিক্ষার্থীদের মা-বাবাকে বিশেষভাবে সচেতন করা ও অনুরোধ করার জন্য আহবান করছি।

নিজে নিরাপদ থাকুন এবং প্রিয় শিক্ষার্থীদের নিরাপদ রাখার ব্যাপারে যত্নবান হউন। মায়েদের ফোন নম্বর থাকলে এই সময়ে ফোনে তাদেরকে সচেতন করুন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন তিনি যেন আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করেন। সবাই বেশি বেশি তওবা পড়ি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আমার এই বার্তাটি সকল সহকর্মীর নিকট পৌছে দেবেন।

আপনাদেরই

মোঃ আকরাম আল হোসেন

সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।