অনলাইনে এমপিও আবেদন সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারি, ২০২০
ইএমআইএস সেলের নতুন সফটওয়্যারে মাইগ্রেশনের প্রক্রিয়া চলমান থাকায় এমপিওসহ সব প্রকার অনলাইন আবেদন ও তথ্য সংশোধন স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নতুন সফটওয়্যার প্রস্তুত হলে পুনরায় নোটিশ জারি করে বিষয়টি সবাইকে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইএমআইএস সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে। এখন নতুন সফটওয়্যারে আপগ্রেডেশনের প্রক্রিয়া চলছে। তাই www.emis.gov.bd ওয়েবলিংকভুক্ত বিভিন্ন সেবা যেমন, এমপিও, আইএমএস, আইএসেএএস, পিডিএস ইত্যাদি মাধ্যমে সকল প্রকার অনলাইন আবেদন ও তথ্য হালনাগাদকরণ সাময়িকভাবে বন্ধ করা হলো।

আপগ্রেড সফটওয়্যারটি চালু করে নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।