ভুল পথে গেলে সাবধান করবে গুগল ম্যাপ

প্রযুক্তি ডেস্ক:
নিয়মিত ভাবে গুগল ম্যাপে আসছে নানা ফিচার। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই ন্যাভিগেশন অ্যাপ।

এবার ট্যাক্সিতে উঠার সময় কাজে লাগবে গুগল ম্যাপের নতুন ফিচার। নতুন ফিচার ট্যাক্সি চড়ার সময় ড্রাইভার কোন কারণে অন্য পথে চললে সতর্ক করে দেবে গুগল ম্যাপ। যে সব মানুষ নিয়মিত ট্যাক্সিতে যাতায়াত করেন তাঁদের জন্য নতুন ফিচার কাজে লাগবে।
ধরুন আপনি কোন নতুন জায়গায় পৌঁছলেন, যেখানের রাস্তাঘাট আপনি বিশেষ চেনেন না। এই পরিস্থিতিতে এবার গুগল ম্যাপের নতুন ফিচারের ফলে সুরক্ষিত থাকা যাবে। ট্যাক্সিতে উঠার সময় ড্রাইভার কোন কারণে অন্য পথ ধরলে সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপ।

কীভাবে গুগল ম্যাপের নতুন ফিচার এনেবেল করবেন? জেনে নিন-

স্টেপ ১। গুগল ম্যাপসে গন্তব্য সার্চ করে ন্যাভিগেশন শুরু করুন।

স্টেপ ২। এবার উপরে ড্রাইভিং অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করার পরে নীচে ‘স্টে সেফার’ অপশন দেখতে পাবেন।
স্টেপ ৩। ‘স্টে সেফার’ অপশনের অধীনে ‘গেট অফ রুট অ্যালার্ট’ এনেবেল করে দিন।

এর ফলে কোন কারণে গন্তব্যের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গাড়ি চলতে শুরু করলে তা জানিয়ে দেবে গুগল ম্যাপ।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।