ডেস্ক,৭ মে ২০১৯:
অবশেষে এমপিওভুক্ত বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিকে কর্মরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষকরা এমপিও পেতে চলেছে। ২০১২ খ্রিষ্টাব্দের পূর্বে নিয়োগপ্রাপ্ত নিবন্ধনধারী ও নিবন্ধনবিহীন শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে বিদ্যমান নীতিমালা যাচাইপূর্বক মতামতসহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মো. আফসার উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।