নিজস্ব প্রতিবেদক,২১এপ্রিলঃ
৩৫ তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে ১০ জনকে নিয়োগ প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ২১ এপ্রিল রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের বেতনস্কেল-২০১৫ অনুসারে ১০ তম গ্রেডে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ কালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপোযোগী বলে বিবেচিত হন তবে তাকে কোন কারণ দর্শানো ছাড়াই অপসারণ করা যাবে।
আগামী ২৯ এপ্রিল তাদেরকে কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ে চাকরিতে যোগদান না করলে ধরে নেওয়া হবে তিনি চাকরিতে যোগদানে সম্মত নন। এবং নিয়োগপত্র বাতিল বলে গন্য হবে।
তালিকা: