ডেস্ক: চোখ মেরে আলোচনায় এসেছিলেন তিনি। সেই আলোচনায় আসার ঘটনা এতদূর গড়িয়েছে যে তিনি বলিউডেও অভিনয়ের সুযোগ পান। তবে তারকাখ্যাতি নিয়ে বিপাকেই আছেন প্রিয়া প্রকাশ।
সুগন্ধি পণ্যের প্রচারণার লক্ষ্যে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন প্রিয়া প্রকাশ। ওই ব্র্যান্ডের জনসংযোগ দল এই অভিনেত্রীকে যে ক্যাপশন পাঠিয়েছিল, তা সম্পাদনা বা পরিবর্তন না করে হুবহু তুলে দেন তিনি। নেটিজেনরা সেটি ভালোভাবে নেননি। এই তারকাকে তিরস্কার করেন তারা।
ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য টেক্সট কনটেন্ট।’ সঙ্গে সঙ্গে তার পোস্ট ভাইরাল হয়ে যায়। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই পোস্ট ডিলিট করে দেন প্রিয়া, কিন্তু তার আগেই ট্রেন স্টেশন ছেড়ে গেছে।
অসংখ্য অনুরাগী বিদ্রূপ করেন মন্তব্য-ঘরে। একজন লিখেছেন, ‘ট্রলের শিকার হওয়ার সৃজনশীল উপায়।’ আরেকজন লিখেছেন, ‘পোস্ট আগে পড়।’
‘ওরু আদার লাভ’-এর টিজার জনপ্রিয় হলেও সিনেমা মুক্তির পর ব্ক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রিয়া এখন প্রথম হিন্দি সিনেমা ‘শ্রীদেবী বাংলো’র মুক্তির অপেক্ষায় আছেন। এই ছবির টিজার বেরোনোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রিয়া।