কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
অনেকগুলো ব্যক্তিগত ব্লগসহ কিছু কিছু পাবলিক ব্লগ থেকে লেখা কপি করা যায় না। এরা তাদের সাইটকে কপি স্ক্রীপ্ট দিয়ে প্রোটেক্ট করে রেখেছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার টিক্স। এটি দিয়ে আপনি যে কোন কপি প্রোটেক্ট সাইট থেকেও লেখা কপি মারতে পারবেন।
আসুন শিখে নেই এই টিক্সটা
- প্রথমে একটি কপি প্রোটেক্ট সাইটে যান।
- এবার সাইটির সোর্স কোড বের করুন। এজন্য
**** Firefox****
———————
- ব্রাউজারের View —> Page Source এ যান।
**** Internet Explorer ****
———————
- ব্রাউজারের “Page”—>”View Source” এ যান।
**** Google Chrome****
———————
- ব্রাউজারের উপর রাইট বাটন ক্লিক করে “View Page Source” এ ক্লিক করুন।
- এবার এখান থেকে <body> </body> ট্যাগ খুঁজে বের করুন। বেশির সাইটেই এই দুটা ট্যাগের মাঝখানে মূল কন্টেন্ট থাকে।
- এবার এই কন্টেন্টের ভিতরের লেখাগুলো কপি করে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাড বা যে কোন জায়গায় পেষ্ট করুন, যেখানে লেখা রাখা যায়। তবে আমার একটা বুদ্ধি হলো, আপনি লেখাগুলোকে কপি করে কোন ওয়ার্ডপ্রেস সাইটের HTML এ পেষ্ট করুন ও Visual ট্যাবে দেখুন, তাহলে সমস্যা হবে না।
- যদি মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডে রাখেন তাহলে বসে বসে HTML এর কোডগুলো বাদ দেন। যেমনঃ <p>, <u>, <bold> বা এই ধরনের ট্যাগ।
- এবার লেখাগুলো সেভ করে রাখুন যাতে ভবিষ্যতে কাজে লাগে।