ওভারডোজ ইনজেকশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু!

জাবি,৯ এপ্রিল : অকালেই চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফারিহা নুসরাত জেরিন। তিনি জাবির ৪৬তম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। আলার্জির ইনজেকশনে ওভারডোজের কারণে ইন্টারনাল ব্লিডিং হয়ে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে। ওই ছাত্রী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, ওই ছাত্রী এলার্জির সমস্যায় ভুগছিলেন। ওভারডোজ ইনজেকশনের কারণে এই ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় জাবি ক্যাম্পাসে শোকের ছায় বিরাজ করছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।