প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১২ কর্মকর্তাকে বদলির নির্দেশ

পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক ,৪ এপ্রিল:

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ১২ কর্মকর্তাকে তিন দিনের মধ্যে শাস্তিমূলক বদলির নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এসব কর্মকর্তাসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের বিরুদ্ধেও ১৫ দিনের মধ্যে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ফাইল নোটে এ নির্দেশ দেন। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে রয়েছেন ডিপিইর সাবেক মহাপরিচালক। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভুয়া ভ্রমণভাতা গ্রহণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের শেষ দিকে তদন্ত করা হয়। এতে তৎকালীন মহাপরিচালক ও বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের বিরুদ্ধে নানাভাবে অতিরিক্ত অর্থ গ্রহণের কথা উঠে আসে। এছাড়া প্রতিবেদনে ১২ কর্মকর্তার নামে অতিরিক্ত ও অনিয়ম করে অর্থ গ্রহণের তথ্য উঠে আসে। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- তৎকালীন উপপরিচালক শেখ মো. রায়হান, উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া, কর্মকর্তা মিজাউল ইসলাম, আতাউর রহমান, সোনিয়া আকবর, সহকারী পরিচালক রাজা মিয়া, শিক্ষা অফিসার মাহফুজা বেগম, শিক্ষা অফিসার শামসুননাহার, শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, শিক্ষা অফিসার মাহফুজুর রহমান জুয়েল, সহ-শিক্ষা অফিসার নজরুল ইসলাম। প্রতিবেদনটি চার বছর আগের হলেও কয়েকদিন আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের নজরে আনেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপর ২ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ১২ জনকে তিন দিনের মধ্যে ডিপিই থেকে বদলির কথা বলা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা আছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।