চলতি বছরের ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পঞ্চদশ শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষা। প্রিলিতে পাশ করা যায় কিভাবে? সেটাই আজকে জানাবো আপনাদের।
সংক্ষেপে উত্তর: পড়া, পড়া এবং পড়া এবং অবশ্যই নিবন্ধনের সিলেবাসের আলোকে পড়বেন। জানেন তো শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষারও সিলেবাস আছে।
যা পড়বেন গভীরভাবে পড়বেন। গভীরভাবে না পড়লে কনফিউজড হয়ে পড়ে আসা প্রশ্নেও ভুল হয়।
সিলেবাস ভালো করে আয়ত্তে তো আনবেনই, এর বাইরে এমন একটি বিষয় হাইলাইটস করছি যা অনেকেরই দৃষ্টিগোচর হয় না। ম্যাক্সিমাম প্রার্থীই মনে করেন নিবন্ধনের সাবেক প্রশ্ন থেকে পরীক্ষায় আসে না। এটি মারাত্মক ভুল ধারনা। স্কুল, স্কুল-২ এবং কলেজ লেভেলের প্রশ্ন ঘাটাঘাটি করলে দেখা যায় ২০ থেকে ৪০টি প্রশ্ন আসে নিবন্ধনের সাবেক প্রশ্ন থেকে। তাই পরামর্শ হচ্ছে, নিবন্ধনের সাবেক প্রশ্নগুলো এত বেশিবার পড়ুন যাতে আপনার নাম জিজ্ঞেস করলে যেভাবে দ্রুত বলতে পারেন সেভাবে দ্রুত সেগুলোর উত্তর বলতে পারেন।
আরো একটি পরামর্শ হল, বিসিএস প্রশ্ন সমাধান সংগ্রহ করুন। বিসিএসে আসা সাধারণ জ্ঞানের সব প্রশ্ন ভালো করে পড়ুন। বিসিএসের প্রশ্ন হতে সাধারণ জ্ঞান ১০ থেকে ১৫ বা এরচেয়েও বেশি প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় আসতে পারে। আর বিসিএসে গণিত, ইংলিশ ও বাংলার যেসব প্রশ্ন নিবন্ধনের সিলেবাসের ভিতর থেকে আসে সেগুলোও ভালোভাবে পড়ুন। নিবন্ধনে কমন পাবেন।
আরো একটি পরামর্শ হল, বিসিএস প্রশ্ন সমাধান সংগ্রহ করুন। বিসিএসে আসা সাধারণ জ্ঞানের সব প্রশ্ন ভালো করে পড়ুন। বিসিএসের প্রশ্ন হতে সাধারণ জ্ঞান ১০ থেকে ১৫ বা এরচেয়েও বেশি প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় আসতে পারে। আর বিসিএসে গণিত, ইংলিশ ও বাংলার যেসব প্রশ্ন নিবন্ধনের সিলেবাসের ভিতর থেকে আসে সেগুলোও ভালোভাবে পড়ুন। নিবন্ধনে কমন পাবেন।
স্বরুপ দাস,প্রশি, আজমপুর সপ্রাবি,চুয়াডাঙ্গা