নিজস্ব প্রতিবেদক |
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি(বিএম), এসএসি(ভোকেশনাল) এবং মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর (বেতন ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে। ১২ টি চেক অগ্রণী, জনতা, রুপালী ও সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে/স্থানীয় কার্যালয় বৃহস্পতিবার ( ৩১ মে) হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৮-৪৮৩,৪৮৪,৪৮৫ ও ৪৮৬। ১৪ জুন পর্যন্ত শিক্ষকরা স্ব স্ব অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে মার্চ মাসের বেতন ভাতা আগামী ১৪ জুন এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন। যারা এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ উত্তোলন করতে পারেন নি, তারাও নির্ধারিত সময়ের মধ্যে এপ্রিলের বেতন উত্তোলন করতে পারবেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।