গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপয় অবলম্বনের অভিযোগে ৬ জনকে জেল

গোপালগঞ্জ সংবাদদাতা :  গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপয় অবলম্বনের অভিযোগে ৬ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার গোপালগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২শ’টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১ টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন।

নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ গ্রহনের অভিযোগে গোপালগঞ্জ স্বর্নকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাসকে বহিস্কার করে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোহসিন উদ্দিন তাদেরকে উপরোক্ত সাজা প্রদান করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।