ডেস্ক: চুয়াডাঙ্গায় HSC সকল কোচিং/প্রাইভেট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ । এমনকি যারা শিক্ষকতা বাদে অন্য চাকুরি করেন তারাও অবসরে এক্সটা সময়ে কোচিং করতেন তাদেরকেও কোচিং করাতে নিষোধাজ্ঞা জারি করেছে সরকার। পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাসে HSC ২য় বর্ষের কোচিং করানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এইচ.এস.সি পরীক্ষার নির্দেশনাসমূহ:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
২। পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত কেন্দ্র বা কেন্দ্রের ২০০ মিটারের অভ্যন্তরে কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। পরীক্ষা চলাকালীন এবং এর আগে/পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গেটে চেকিং এর সময় পরীক্ষার্থীকে তার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
অননুমোদিত সাংবাদিক, গভর্নিং বডির সদস্য ও তরুন নেতৃবৃন্দকে বিশেষভাবে বিষয়টি মনে রাখার পরামর্শ দেয়া হলো।
৪। সকল কোচিং সেন্টার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (২৯/০৪/২০১৮) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
৫। সকল পরীক্ষার্থীর কানসহ মুখমন্ডল (বিশেষ করে বোরখা পরিহিত) দৃশ্যমান রাখতে হবে।
৬। প্রবেশপত্র এবং কলম ছাড়া অন্য কোন কিছু নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৮। চুয়াডাঙ্গার অধিকাংশ কেন্দ্রের প্রতিটি পরীক্ষা কক্ষ এবার সিসিটিভির আওতায় আনা হয়েছে। কেন্দ্র সচিব, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মনিটর এবং মোবাইল ফোনে প্রতিটি কক্ষ দূর থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন।
আশা করছি আপনারা এই নির্দেশনাসমূহ প্রতিপালন করে আমাদের সহায়তা করবেন।
জেলা প্রশাসক
চুয়াডাঙ্গা।