প্রত্যেকটি প্রাথমিকে বিদ্যালয়ে একজন সুইপার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | :
বিদ্যালয়ের টয়লেট পরিষ্কার রাখতে শিক্ষকদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। এছাড়াও বেতন বৃদ্ধির সংগ্রামের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্যোগ নিতে হবে শিক্ষক নেতাদের ।
রোববার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াটারএইড আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সঠিকভাবে দেশে টাকা খরচ করার ব্যবস্থা চরম নাজুক। এতো কিছুর পরও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক  মো. সিদ্দিকুর রহমান  বলেন, শেরেবাংলা সরকারি হাইস্কুলে  টয়লেট কার্যক্রম খুবই সন্তোষজনক। অথচ গ্রামের স্কুলগুলো  সেই তুলনায় নাজুক। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট ব্যবস্থা পূর্বের তুলনায় খুবই ভাল। প্রত্যেকটি প্রাথমিকে বিদ্যালয়ে একজন সুইপার নিয়োগ দেয়ার জন্য তিনি অর্থ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. মনজুর আহমেদ।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।