নিজস্ব প্রতিবেদক,২৮ ফেব্রুয়ারী : মিডওয়াইফ নেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
পদটিতে আবেদনের জন্য তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্স উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের (বিএনএমসি) সার্টিফিকেটধারী হতে হবে। প্রার্থীকে কম্পিউটার পরিচালনা, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে। ৮ মার্চ ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পোষ্যদের সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, হালনাগাদ বায়োডাটা এবং প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ক্যান কপি ইমেইল করতে হবে