জাতীয়করণের সব তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

নিজস্ব প্রতিবেদক,২৬ ফেব্রুয়ারী : জাতীয়করণের হালনাগাদ সব তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সংক্রান্ত একটি চিঠি গত ২০শে ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

রোববার (২৫শে ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: ফারুক আলম শিক্ষাবার্তা ডটকমকে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ ওয়াহিদা মুসাররত অনীতা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে ঘোষিত ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে বিষয়ে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।