জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণের ওপর স্থিতাবস্থা জারি

চুয়াডাঙ্গা প্রতিনিধি ,১০ জুন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণ কার্যক্রমের ওপর তিনমাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণের ওপর স্থগিতাদেশ চেয়ে মো: তৈয়ব আলী নামে এক অভিভাবক রিট আবেদন করেন।

শুনানি শেষে গত বৃহস্পতিবার (৮ই জুন) বিচারপতি জনাব সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মোঃ আতাউর রহমান খানের বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মোঃ ফারুক হোসেন  এ খবর নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, ১৯৮৫ খ্রিস্টাব্দে এমপিওভুক্ত পৌরসভার প্রাণকেন্দ্র জীবননগর ডিগ্রী কলেজকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ২০০৪ খ্রিস্টাব্দে এমপিওভুক্ত জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণের উদ্দেশ্যে তালিকাভুক্ত করা হয়েছিল।

জানা যায়, জীবননগর ডিগ্রী কলেজ ১৯৮৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৫ খ্রিস্টাব্দে এমপিওভুক্ত হয়। ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে এইচএসসি, এইচএসসি (বিএম), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম, স্নাতক এছাড়া দুইটা বিষয়ে অনার্স কোর্স চালুসহ সব মিলিয়ে ২ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।