শিক্ষক-কর্মচারীদের প্রতীকী অনশন

বরিশাল প্রতিনিধি : ২৬ এপ্রিল : বৈশাখী ভাতা ও বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ ৭ দফা দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি শুরু হয়ে চলে বেলা ৩টা পর্যন্ত।

সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির আঞ্চলিক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক হাওলাদার বলেন, বৈশাখী ভাতা, বার্ষিক ৫ ভাগ ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষা জাতীয়করণ এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবিতে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া কর্মসূচিতে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।