শিক্ষার গুণগত মান বেড়েছে : নারায়ণ চন্দ্র

ডেস্ক ॥ বিগত সময়ের তুলনায় এখন শিক্ষার গুণগত মান বেড়েছে বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন,শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।একটি দেশের অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই বিবেচনায় সবার সার্বিক প্রচেষ্টায় বিগত সময়ের তুলনায় শিক্ষার গুণগত মান এখন বেড়েছে।

শনিবার দুপুরে খুলনা ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,প্রাথমিক শিক্ষায় শতভাগের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা বর্ষের প্রথমে পাঠ্য বই প্রদানসহ নানা ক্ষেত্রে সরকার সফলতা অর্জন করেছে। প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বজায় রেখে শিক্ষকদের সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।