দামুড়হুদা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে দামুড়হুদা উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করণে গণিত বিষয়ে ৬ দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের সভাপতিতে প্রশিক্ষন শুরু হয়ে আজ বুধবার এ প্রশিক্ষন সমাপ্তি হবে। মঙ্গলবার প্রশিক্ষন পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন গনিত প্রশিক্ষক বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় যুগ আহবায়ক ও দামুড়হুদা উপজেলার সাধারন সম্পাদক স্বরুপ দাস,প্রশিক্ষক প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, আর্থ-সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে প্রতিদিন গনিতের ব্যবহার অপরিহ্যর্য। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আনন্দঘন পরিবেশে গনিত বিষয়ে পাঠ দানের কৌশলগত কারনে শিক্ষক শিক্ষিকাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। এ লক্ষকে মাথায় নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গনিত প্রশিক্ষনের আয়োজন করাচ্ছে।