৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে

Image

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন…

১. জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে? উত্তর: (খ) ২০০৪
২. পারমাণবিক চুল্লিতে মডারেটর’-এর প্রাথমিক কাজ হলো: উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
৩. কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়? উত্তর: (গ) আয়কর ফাঁকি দেওয়া
৪. একটা 4-bit বাইনারি সিস্টেমে শূন্য এর 2’s complement এর ডেসিম্যাল মান কত হবে? উত্তর: (গ) ০
৫. ৪০ থেকে ৫০ এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত? উত্তর: (গ) S\frac{৩)[১১)S
৬. ঘূর্ণিঝড় সিডর’ ও ‘আইলা বাংলাদেশে আঘাত হানে এবং সালে। উত্তর: (খ) ২০০৭, ২০০৯
৭. মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে? উত্তর: (খ) Triangulation
৮. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে- উত্তর: (ঘ) স্বরসঙ্গতি
৯. ‘ফিকা কমলা রং’ এখানে ফিকা অর্থ কী? উত্তর: (ক) অনুজ্জ্বল
১০. ২.৩.৪ এবং ৭ সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত? উত্তর: (গ) $\frac[৩][২]$
১১. ‘বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল চুক্তির মাধ্যমে। উত্তর: (ঘ) মারাক্কেশ
১২. এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী? উত্তর: (গ) চমোলাংমা এবং কোমোলাংমা
১৩. দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন- উত্তর: (গ) সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব
১৪. ‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর: (খ) মৌমাছি এবং মধু
১৫. Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful? Ans: (গ) Waiting for Godot
১৬. In Gulliver’s Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput? Ans: (গ) peace & wisdom
১৭. Let me not to the marriage of true minds/Admit impediments; love is not love/Which alters when it alteration finds. Lines taken from a sonnet by. Ans: (গ) Shakespeare
১৮. কোন ভূ-রাজনৈতিক তম বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে? উত্তর: (ক) হার্টল্যান্ড তম

১৯. HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে? উত্তর: (ক) Security
২০. কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? উত্তর: (খ) এটি মূল্যবোধ- -নিরপেক্ষ
২১. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর: (গ) বার্লিন
২২. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা? উত্তর: (গ) মেমরি এফেক্ট-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
২৩. যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুন হবে? উত্তর: (ঘ) ৪
২৪. ৪-১+ \frac(১) (২)-\frac{1}{8}+\frac{১}{}-\frac{১}{১৬}+\dots$ অসীম ধারাটির যোগফল হবে: উত্তর: (খ) $\frac{-২)(৩)$
২৫. কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো-প্যাসিফিক’ (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন? উত্তর: (খ) শিনজো অ্যাবে
২৬. The saying Every cloud has its silver lining’ means: Ans: (গ) every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning
২৭. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-উত্তর: (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
২৮. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? উত্তর: (গ) যুগবাণী
২৯. সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে টি আসন প্রস্তাব করে। উত্তর: (খ) ৫০
৩০. জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী? উত্তর: (গ) সতা, সুন্দর ও সদগুণ
৩১. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর: (ঘ) ফকির গরীবুল্লাহ
৩২. গ্রে-হাইড্রোজেন-এর তুলনায় ‘গ্রিন-হাইড্রোজেন-এর সুবিধা হলো- উত্তর: (খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
৩৩. একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো- উত্তর: (খ) ইলেকট্রন
৩৪. বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? উত্তর: (ক) গড়াই ও মধুমতী ৩৫. সেট (2,3,4) এর প্রকৃত উপসেট কয়টি? উত্তর: (খ)
৩৬. আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? উত্তর: (গ) ৫টি
৩৭. Which of these is not characteristic of English Romantic Poetry? Ans: (ঘ) Inane and gaudy phraseology
৩৮. What is the antonym of ‘percipience”? Ans: (খ) dullness
৩৯. বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে? উত্তর: (ক) নিচু মানের
৪০. “জেলায় রেল যোগাযোগ নেই। উত্তর: (খ) পটুয়াখালী
৪১. ডাটাবেস হল-উত্তর: (গ) তথ্যসমূহের সুসংগঠিত রূপ
৪২. কোন বানানটি শুদ্ধ? উত্তর: (ঘ) সমীচীন
৪৩. গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে। উত্তর: (গ) গুণগত শিক্ষা
৪৪. প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে দিক থেকে দিকে প্রবাহিত হয়? উত্তর: (খ) দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব
৪৫. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য? উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
৪৬. পরমেশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: (খ) পরম ঈশ
৪৭. এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাণটি ১৮০° ঘোরালো। এখন
চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে: উত্তর: (ক) পশ্চিম দিকে
৪৮. $(x^2-2+\frac{1}{x^2})^75 এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি? উত্তর: (গ) অষ্টম
৪৯. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? উত্তর: (ক) প্রধান বিচারপতি
৫০. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? উত্তর: (ঘ) রপ্তানি বাড়ানো
৫১. মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে? উত্তর: (ঘ) থাইল্যান্ড
৫২. প্রাচীন ‘হরিকেল জনপদটি কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত? উত্তর: (খ) চট্টগ্রাম ও সিলেট
৫৩. K এর কোন মানের জন্য S5x+4y-1=0$ এবং $2x+Ky-7=0S সরলরেখা দুটি সমান্তরাল? উত্তর: (খ) $\frac (8)(5)$

৫৪. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর: (ঘ) কল্লোল
৫৫. কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? উত্তর: (গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
৫৬. In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview… Ans: (খ) Dover Beach
৫৭. ‘Poetry is the spontaneous overflow of powerful feeling…’ statement ascribed to- Ans: (খ) William Wordsworth
৫৮. ‘কোভিড-১৯’-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে? উত্তর: (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
৫৯. ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে? উত্তর: (ঘ) উপরের সবগুলো
৬০. কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? উত্তর: (গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
৬১. বিষণ্ণ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি? উত্তর: (ক) বিষাদ
৬২. 0x1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি? উত্তর: (ঘ) 0001001000110100
৬৩. Identify the incorrect spelling: Ans: (ঘ) accubation
৬৪. শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? উত্তর: (গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় aduates
৬৫. এখন জানুয়ারি মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন মাস হবে? উত্তর: (খ) মে
৬৬. বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি? উত্তর: (ক) মেরু অঞ্চল
৬৭. A very large building in which aircraft are housed is called a/an- Ans: (ঘ) hangar
৬৮. কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে? উত্তর: (ঘ) All of the above
৬৯. কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি? উত্তর: (ক) স্বর্ণকুমারী দেবী
৭০. $2x^2+3x+15 এর ক্ষুদ্রতম মান হবে: উত্তর: (খ) S-\frac{1}{8}$
৭১. কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে? উত্তর: (ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৭২. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর: (খ) তৈরি পোশাক রয়ানী
৭৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর: (গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
৭৪. কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন? উত্তর: (গ) জামাল নজরুল ইসলাম
৭৫. বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়। উত্তর: (ক) যুক্তরাজ্যে
৭৬. সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়? উত্তর: (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের
৭৭. A synonym of the word ‘crepuscular is- Ans: (খ) twilit
৭৮. বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সংগে যুক্ত? উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া
৭৯. Which functions both as a transitive and an intransitive verb? Ans: (গ) break
৮০. কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? উত্তর: (খ) প্রেষণা
৮১. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে এর ক্ষেত্রফল হবে: উত্তর: (ক) $4\sqrt (3)$ ৮২. To have a shot’ means: Ans: (গ) to make a try
৮৩. OCR থেকে এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়। উত্তর: (খ) ইমেজ হতে টেক্সট
৮৪. কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তর: (ক) ক্যালকুন চুক্তি
৮৫. Candidates are required to get the centre before 09:00 AM. Ans: (খ) to
৮৬. ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী ৮৭. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? উত্তর: (ঘ) সেলুলোজ
৮৮. পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘ডকট্রিন’ অনুসরণ করে? উত্তর: (ঘ) কাটার
৮৯. কোল দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে? উত্তর: (গ) ফিনল্যান্ড এবং সুইডেন
৯০. সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক থেকে। উত্তর: (গ) প্রথা
৯১. কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? উত্তর: (গ) ভাইরাস
৯২. Sx^2-(p+q)x + pq = OS এর সমাধান সেট হবে: উত্তর: (ক) (p.q)
৯৩. $3 \frac{3}{2}+\frac{3}{4}+\dotsS ধারাটিতে মোট কতটি পদ আছে? উত্তর: (গ) 7
৯৪. আপনার পার্সোনাল কম্পিউটারে প্রোগ্রাম এর কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন কাজটি সর্বোত্তম? উত্তর: (ঘ) খ এবং গ উভয়ই
৯৫. যদি $0<x<15 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড়? উত্তর: (ঘ) $x+15
৯৬. একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ $x, \frac (x) (2)$35\frac{3x) (2)$1 ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? উত্তর: (ক) $\frac{\pi) (6)$
৯৭. ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? উত্তর: (গ) ৩৩৬০
৯৮. Which one is a coordinating conjunction? Ans: (ঘ) s0
৯৯. দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? উত্তর: (ঘ) প্রস্তুতি
১০০. কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে? উত্তর: (গ) পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং
১০১. বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? উত্তর: (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা
১০২. Identify the sentence where ‘up’ functions as a noun- Ans: (খ) Business confidence is on the up.
১০৩. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত তড়িৎ-চৌম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে? উত্তর: (ক) অবলোহিত অঞ্চল
১০৪. In William Shakespeare’s play As You Like It, the ‘Seven Ages of Man’ speech was delivered by- Ans: (57) Jaques
১০৫. Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল? উত্তর: (গ) ট্রান্সপোর্ট লেয়ার
১০৬. চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী? উত্তর: (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
১০৭. ‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী? উত্তর: (খ) আকড়ি
১০৮. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? উত্তর: (খ) ১৮৬৭
১০৯. পরমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বলানী ব্যবহার করা হয়? উত্তর: (ক) ইউরেনিয়াম-২৩৫
১১০. মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে ১০ বছরে দ্বিগুণ হবে? উত্তর: (গ) ৭.১৭%
১১১. ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে- উত্তর: (ক) রকি, ভিসুভিয়াস, ব্ল‍্যাক ফরেস্ট

১১২. বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী? উত্তর: (গ) কারমান লাইন
১১৩. ‘ময়দান, মুলাফা, বই’ শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত? উত্তর: (গ) আরবি
১১৪. ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’ এটি কোন ধরনের বাক্য? উত্তর: (ঘ) অস্থিবাচক
১১৫. একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কী ঘটবে? উত্তর: (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
১১৬. বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? উত্তর: (খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রেীকরণের বিধান থাকা সত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় কেন্দ্রীভূত
১১৭. বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে- উত্তর: (খ) ইরাটম, বর্ণালী
১১৮. যদি Sx+\frac{1}{x} = 05 হয়, তবে $\sqrt{x}+ \frac{1}{\sqrt{x}]$ এর মান কত? উত্তর: (খ) ১
১১৯. কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’-এর অন্তর্ভুক্ত? উত্তর: (গ) বাউল গান
১২০. কোন কবি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন? উত্তর: (ঘ) শামসুর রাহমান
১২১. আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে? উত্তর: (গ) র‍্যানসমওয়্যার অ্যাটাক (Ransomware Attack)
১২২. মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর: (গ) ২২টি
১২৩. কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না? উত্তর: (খ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১২৪. ‘আকাশ ও পৃথিবীর অন্তরাল’-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে? উত্তর: (খ) রোদসী
১২৫. GHz কিসের একক? উত্তর: (খ) প্রসেসরের গতি
১২৬. বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? উত্তর: (খ) আমীর হামজা
১২৭. You will need a variety of skills, including leadership, endurance ete. In this sentence the word ‘including’ is a- Ans: (ঘ) preposition
১২৮. অপারেশন’ লোহিত সাগরে হখি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। উত্তর: (গ) প্রসপারিটি গার্ডিয়ান
১২৯. কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? উত্তর: (ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
১৩০. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘আকাস’ (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী? উত্তর: (খ) সামরিক সহযোগিতা
১৩১. Which novel chronicles intense, destructive love fueling multi generational cruelty & obsession? Ans: (57) Withering Heights
১৩২. The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a- Ans: (খ) noun clause
১৩৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর: (খ) মেঘনা
১৩৪. $/3x-11 < 25 এর সমাধান সেট হবে: উত্তর: (ক) $(-\frac{1}{3}. 1)S
১৩৫. ‘It is no good falling in love at first sight. Here the word “falling” is a/an-Ans: (গ) gerund
১৩৬. সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর: (ঘ) গোপনীয়তা
১৩৭. 5x^4-2x+IS কে 5x-3S দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? উত্তর: (ঘ) ৭৬
১৩৮. Themes like racial prejudice… are best exemplified in- Ans: (ঘ) A Passage to India by EM Forster
১৩৯. একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? উত্তর: (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যান্ত
ইনসুলিন তৈরি করে
১৪০. Which of these works contains a defence of the right of freedom of speech and expression? Ans: (খ) Areopagitica
১৪১. বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ বলতে কী বোঝায়? উত্তর: (খ) বিশেষ উত্তোলন অধিকার (SDR)
১৪২. ‘প্রাচা’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: (ক) প্রতীচ্য
১৪৩. মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে? উত্তর: (গ) মানব সম্পদ উন্নয়ন
১৪৪. কোনটি সঠিক বানান? উত্তর: (ক) Gazette
১৪৫. শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? উত্তর: (গ) দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামজস্য
১৪৬. যদি S\frac{a}{b}=\frac{b}{c}=\frac{2) (3)$ হয়, তবে acc এর মান কত হবে? উত্তর: (গ) 4:9
১৪৭. ‘Helena said I took the laptop home with me. Its indirect form is Ans: (4) Helena said that she had taken the laptop home with her.
১৪৮. ২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত? উত্তর: (ঘ) র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
১৪৯. The lines ‘A Book of Verses underneath the Bough… are taken from a famous translation work by- Ans: (খ) Edward Fitzgerald
১৫০. সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? উত্তর: (খ) সামাজিক
১৫১. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? উত্তর: (ঘ) আইএলও
১৫২. যদি $\log_x 324 = 45 হয় তবে এর মান হবে: উত্তর: (ঘ) $3\sqrt{2}$
১৫৩. কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ‘hidden cost’ বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ? উত্তর: (খ) মেধা পাচার
১৫৪. কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে? উত্তর: (গ) আজ এমন ঘুম ঘুমিয়েছি।
১৫৫. “ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উত্তর: (ক) NDB
১৫৬. সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয়। কোন তথ্যটি সত্য? উত্তর: (খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি
১৫৭. লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন? উত্তর: (খ) ৪৪
১৫৮. মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো: উত্তর: (গ) নৈতিক নীতি, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা
১৫৯. ‘Pixel’ দ্বারা কী বুঝায়? উত্তর: (ঘ) Picture element
১৬০. বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর: (গ) ০২ ডিসেম্বর ১৯৯৭
১৬১. An element required in a paragraph for smooth flow of ideas is called a- Ans: (ঘ) transition sentence
১৬২. ‘বেতার, বিপরীত’ শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? উত্তর: (খ) নঞ তৎপুরুষ
১৬৩. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো: উত্তর: (ক) ৩৮°
১৬৪. কোনটি ‘ভানু’-এর প্রতিশব্দ? উত্তর: (খ) প্রভঞ্জন
১৬৫. একটি বক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বক্সটি একটি ডাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন
বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে? উত্তর: (খ) পেন্সিলটি জানালার নিচে আছে
১৬৬. কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? উত্তর: (গ) কালিয়াকৈর
১৬৭. ০.৫ ০.০৫ ×০,০০৫ “উত্তর: (ঘ) ০,০০০১২৫
১৬৮. ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর: (খ) রাজার পথ
১৬৯. $\frac{2}{5), \frac{3}{5}$ 8 $\frac (6)(15)$ ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে: উত্তর: (খ) $\frac{6}{5}$
১৭০. স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে? উত্তর: (ঘ) উপরের সবগুলো
১৭১. মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন- উত্তর: (গ) শওকত আলী
১৭২. Identify the compound sentence: Ans: (খ) Do it or I shall fine you
১৭৩. ‘কাক্তা তনুবর পক্ষ বি ডাল’ পদটির রচয়িতা কে? উত্তর: (ক) লুইপা
১৭৪. কোন টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে? উত্তর: (গ) টেন্ডন
১৭৫. Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে। উত্তর: (খ) ৩২
১৭৬. SA = {x: x \text{ স্বাভাবিক সংখ্যা এবং x \le 5/15 হলে, SP(A)S এর উপাদান সংখ্যা হবে: উত্তর: (খ) ৩২
১৭৭. What gender is the word ‘monarch”? Ans: (4) common
১৭৮. কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? উত্তর: (গ) নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি
১৭৯. কোন ফসলটি রস্তানী বহুমুখীকরণে সম্ভাবনাময়? উত্তর: (ঘ) আলু
১৮০. MRI কোন নীতিতে কাজ করে? উত্তর: (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
১৮১. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। উত্তর: (খ) আবিদজান
১৮২. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর: (গ) নিউ হ্যাম্পশায়ার
১৮৩. The villagers believed that he was an honest leader. Passive form of this sentence is: Ans: (খ) He was believed to have been an honest leader
১৮৪. ‘কনভেনশন’ বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। উত্তর: (গ) বামেল
১৮৫. স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রযোজন? উত্তর: (ঘ) Satellite Signal
১৮৬. বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? উত্তর: (খ) ময়মনসিংহ
১৮৭. কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়? উত্তর: (ক) রেজিস্ট্রার
১৮৮. বাংলাদেশ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। উত্তর: (খ) ১৯৮৪
১৮৯. স্বর্ণ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? উত্তর: (খ) ক্ষিতি, উর্বী
১৯০. টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারণ এটি-উত্তর: (খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে

১৯১. মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্কার অংশ? উত্তর: (ক) বিশ্বব্যাংক গ্রুপ
১৯২. ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: (খ) ১৯২৬ সালে
১৯৩. বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? উত্তর: (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
১৯৪. একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? উত্তর: (গ) ৮০ সে.মি.
১৯৫. The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of- Ans: (খ) the essential irrationality of man
১১৬. ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর: (খ) অশনি সংকেত
১৯৭. ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? উত্তর: (ঘ) ১৪২
১৯৮. জলবায়ু কূটনীতিতে ‘Common but Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? উত্তর: (ক) রিও-যোষণা
১৯৯. কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি- উত্তর: (খ) ম্যালওয়্যার
২০০. ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়? উত্তর: (গ) ২২ বার

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।