নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ইএমআরডি)। প্রতিষ্ঠানটি তিনটি শূন্য পদে সদস্য নিয়োগ দেবে। আগ্রহীরা ১৫ জানুয়ারি পর্যন্ত সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সদস্য
পদসংখ্যা: ৩
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছর)
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৯৫,০০০ টাকা। এ ছাড়া মাসে বাড়িভাড়া বাবদ ৫০,৬০০ টাকা। নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসার ব্যয় প্রদান করা হবে।
যোগ্যতা: বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। ভূবিজ্ঞান, ভূতত্ত্ব ও খনিজবিদ্যা, আইন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, লোকপ্রশাসন, রসায়ন, পদার্থবিদ্যা অথবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল বা পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: এইচএসসি পাসে এলজিইডিতে চাকরি, বেতন সর্বোচ্চ ২৬ হাজার
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের দুই সেট আবেদনপত্র সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ই-মেইল [email protected]।
বিজ্ঞপ্তিটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন।