৯৫ হাজার বেতনে এনার্জি রেগুলেটরি কমিশনে চাকরির সুযোগ

Image

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ইএমআরডি)। প্রতিষ্ঠানটি তিনটি শূন্য পদে সদস্য নিয়োগ দেবে। আগ্রহীরা ১৫ জানুয়ারি পর্যন্ত সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সদস্য

পদসংখ্যা:

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছর)

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৯৫,০০০ টাকা। এ ছাড়া মাসে বাড়িভাড়া বাবদ ৫০,৬০০ টাকা। নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসার ব্যয় প্রদান করা হবে।

যোগ্যতা: বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। ভূবিজ্ঞান, ভূতত্ত্ব ও খনিজবিদ্যা, আইন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, লোকপ্রশাসন, রসায়ন, পদার্থবিদ্যা অথবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল বা পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসে এলজিইডিতে চাকরি, বেতন সর্বোচ্চ ২৬ হাজার

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের দুই সেট আবেদনপত্র সরাসরি, রেজিস্টার্ড ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ই-মেইল [email protected]

বিজ্ঞপ্তিটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।