দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মাদ ইব্রাহীম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।
নিয়োগপ্রাপ্তরা হলেন-আফরোজা আক্তার চৌধুরী, জয়পুরহাট; আফিয়া আখতার, রাজশাহী; মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রাজবাড়ী; মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ; মো. তৌফিকুর রহমান, কুষ্টিয়া; মো. রফিকুল ইসলাম, দিনাজপুর; মোহাম্মদ আশরাফ উদ্দিন, শরিয়তপুর; আসমা শাহীন, নাটোর।