৬০ বছর বয়স হলেই দায়িত্ব হস্তান্তরের নির্দেশ শিক্ষাবোর্ডের

নিজস্ব প্রতিবেদক:

বয়স ৬০ বছর হলেই দায়িত্ব হস্তান্তর করে প্রধান শিক্ষকদের বাড়ী চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষাবোর্ড। কোনও অজুহাতেই চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। অনেক প্রধান শিক্ষক ৬০ বছর পূর্ণ হলেও দায়িত্ব হস্তান্তর করার মতো যোগ্য শিক্ষক খুঁজে না পাওয়ার অজুহাতে আরো কিছুদিন পদে আকড়ে থাকেন। তাদের জন্য রয়েছে বোর্ডের কড়া নির্দেশ।

ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ২৯ জুলাইয়ের চিঠিতে বলা হয়েছে,“প্রধান শিক্ষকদের চাকুরীর মেয়াদ ৬০ বছর পূর্ণ হলে, সহকারি প্রধান শিক্ষক অথবা সহকারি প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষকের নিকট প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করতে হবে। এর ব্যত্যয় হলে সেটি বিধিবর্হিভূত হিসেবে গণ্য হবে।”

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ এর আলোকে শিক্ষাবোর্ড বিজ্ঞপ্তি জারি করেছে। বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠির কপি পাঠিয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।