নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এ বছর থেকেই বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ঐক্য ফোরাম।
শনিবার রাজধানীর উদয়ন স্কুলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি মো. জিয়াউল কবির দুলু, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, ইয়াসমিন আক্তার, সুবর্ণা বেগম, মলয় সরকার, শরিফ চৌধুরী, মাকসুদুর রহমান।
বক্তারা বলেন, অপ্রয়োজনীয় সনদের জন্য একজন শিক্ষার্থী কতবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেবে। সরকার প্রণীত শিক্ষানীতি-২০১০ এ ৫ম শ্রেণিতে এই পরীক্ষা নেওয়ার কোনো বিধান নেই। সরকার কেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিচ্ছে? ৮২ হাজার শিক্ষার্থীর বৃত্তি দেওয়ার কথা বলে ৩০ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করা হচ্ছে। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না সরকার ঘোষণা করেছে। তাহলে ২০১৭ সালে ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের কী পদ্ধতিতে বৃত্তি প্রদান করবে?
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে অবিলম্বে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণাসহ কোচিং বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।