বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা বলছেন, অনলাইনে আবেদন করার সময় প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে গেলে কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে না। গতকাল বুধবার থেকে এ সমস্যা হচ্ছে।
চাকরিপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা বলছেন, সার্ভারে জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, আবেদনগ্রহণের সার্ভারে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমাদের আইটি টিম এবং টেলিটকের আইটি টিম কাজ করছে। আশা করছি আজ বৃহস্পতিবার দুপুরের পরে থেকে প্রার্থীরা পুনরায় পছন্দক্রম দিতে পারবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানও দেখাবে।
একদিনের বেশি আবেদনগ্রহণ বন্ধ থাকায় আবেদনের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এটি বোর্ড সভায় নির্ধারণ হবে।
এর আগে গত ১৭ এপ্রিল থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। আবেদন শুরুর পর আগামী ৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এছাড়া ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
চয়েজ রিঅর্ডারের সুযোগ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এক্ষেত্রে চয়েজ রিঅর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে বলে শুনেছি। তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি। চয়েজ রিঅর্ডারের সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।