৪৫তম বিসিএসে পদ ৩৩৩১ আবেদন করেছে ৭০১৯ জন

Image

ডেস্ক,১৫ ডিসেম্বর ২০২২:

৪৫তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর থেকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

জানা গেছে, ৪৫তম বিসিএসে আবেদন সংখ্যা অনেক কম। অন্যান্য বিসিএসের আবেদন শুরুর পর যেভাবে আবেদন জমা পড়ে এবার সেই তুলনায় আবেদন কম হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭ হাজার ১৯ জন আবেদন করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস শিক্ষাবার্তাকে বলেন, ৪৫তম বিসিএসে ৭ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। আবেদনের এখনো অনেক সময় বাকি আছে। দিন যত যাবে আবেদন সংখ্যা তত বৃদ্ধি পাবে।

আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ।। উত্তীর্ণ ৩৭,৭০০ জন

৪৫তম যাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৩০৯ জন ক্যাডার পদ। আর নন-ক্যাডারের পদসংখ্যা ১ হাজার ২২ জন।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।