৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ সোমবার প্রকাশ করা হতে পারে। এদিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। বিসিএসের ফল প্রকাশিত হলেও পদ সংখ্যা বাড়ছে না। যদিও পদ সংখ্যা বৃদ্ধির প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। রবিবার (২৯ জুন) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ‘৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমাদের রেজাল্ট প্রসেসিং (আরপি) রুমে ফল তৈরির কাজ চলছে। পিএসসি চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ফল তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (আজ) এ বিসিএসের ফল প্রকাশ করা হবে।’