৪৩তম বিসিএসের ফল আগামী সপ্তাহে!

Image

নিজস্ব প্রতিবেদক,৯ এপ্রিল ২০২৩: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের যে কোন দিন প্রকাশ হতে পারে।

রোববার (৯ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুটি নির্ভরযোগ্য সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে।

পিএসসি’র সূত্রগুলো জানিয়েছে, গত মার্চ মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। খাতাগুলো পুনর্নিরীক্ষার কাজও মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।

আরো পড়ুন: বিসিএস ভাইভা : রাজধানী, মুদ্রার নাম জানতে চাওয়া হবে না

তারা জানান, পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। তিনি দেশে না ফেরা পর্যন্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। চলতি সপ্তাহে সব কাজ শেষ হলেও ফল প্রকাশের সম্ভাবনা একেবারেই কম। আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার শিক্ষাবার্তাকে বলেন, ৪৩তম বিসিএসের আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করবো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।