নিজস্ব প্রতিবেদক,৭ ফেব্রুয়ারী ২০২৩:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের অধিক শিক্ষক নিয়োগে ৪র্থ গণবিজ্ঞপ্তির ফল সহসাই প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) সচিব ওবাইদুর রহমান। মঙ্গলবার নিজ দপ্তরে শিক্ষাবার্তার সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
আরো পড়ুন: এনটিআরসিএ বহির্ভূত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আবেদনের নির্দেশ
এ নিয়োগে গত রোববার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করে গত বুধবারের মধ্যে ফি জমাদানের সুযোগ ছিল। এখনও ফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে পারেনি এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএ সচিব ওবাইদুর রহমান শিক্ষাবার্তাকে বলেন,আমরা ১লাখ ১ হাজারের মত আবেদন পেয়েছি। টেলিটক ফল প্রকাশ করে দিলে আমরা প্রকাশ করব।