৩ দিনের সরকারি ছুটিতে দেশ

Image

ডেস্ক,১৪ ডিসেম্বর ২০২১ঃ
বৃহস্পতিবার থেকে সারা দেশে ৩ দিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি দেশব্যাপী। পরের দুদিন শুক্র ও শনিবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছে তিন দিনের ছুটি।

আরো খবরঃ সুযোগ হারাবে মেধাবীরা, সরকার বলছে সমতা

তাছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকে। বিজয় দিবস আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানে কর্মরতরাও দুদিন ছুটি পাচ্ছেন। সাধারণত ঈদ ছাড়া সরকারি চাকরিজীবীদের একটানা ৩ দিনের ছুটির নজির কম। তবে বৃহস্পতিবার অথবা রোববার নির্ধারিত কোনো ছুটি থাকলে একটানা ৩ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২১ সালে মোট ২২ দিন ছুটির দিন ছিল। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, ১৪ মে ঈদুল ফিতর, ২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২১ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

এছাড়া নির্বাহী আদেশে ছুটি ছিল ৮ দিন। শবে-বরাত, বাংলা নববর্ষ, শবে-কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি ছিল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।